প্রকাশিত কালাম 7:2-8 BACIB

2 পরে দেখলাম, আর এক জন ফেরেশতা সূর্যের উদয় স্থান থেকে উঠে আসছেন, তাঁর কাছে জীবন্ত আল্লাহ্‌র সীলমোর আছে; তিনি চিৎকার করে ডেকে, যে চার জন ফেরেশতাকে দুনিয়া ও সমুদ্রের ক্ষতি করার ক্ষমতা দেওয়া হয়েছিল, তাঁদেরকে বললেন,

3 আমরা যে পর্যন্ত আমাদের আল্লাহ্‌র গোলামদের ললাটে সীলমোহর না দিই, সেই পর্যন্ত তোমরা দুনিয়া কিংবা সমুদ্র কিংবা গাছগুলোর কোন ক্ষতি করো না।

4 পরে আমি ঐ সীলমোহর করা লোকদের সংখ্যা শুনলাম; বনি-ইসরাইলদের সমস্ত বংশের এক লক্ষ চুয়াল্লিশ হাজার লোককে সীলমোহর করা হয়েছিল।

5 এহুদা-বংশের বারো হাজার লোককে সীলমোহর করা হয়েছিল;রূবেণ-বংশের বারো হাজার;গাদ-বংশের বারো হাজার;

6 আশের-বংশের বারো হাজার;নপ্তালি-বংশের বারো হাজার;মানশা-বংশের বারো হাজার;

7 শিমিয়োন-বংশের বারো হাজার;লেবি-বংশের বারো হাজার;ইষাখর-বংশের বারো হাজার;

8 সবূলূন-বংশের বারো হাজার;ইউসুফ-বংশের বারো হাজার;বিন্‌ইয়ামীন-বংশের বারো হাজার লোককে সীলমোহর করাহয়েছিল।