3 পরে আর এক জন ফেরেশতা এসে কোরবানগাহ্র কাছে দাঁড়ালেন, তাঁর হাতে সোনার ধূপদানি ছিল; এবং তাঁকে প্রচুর ধূপ দেওয়া হল, যেন তিনি তা সিংহাসনের সম্মুখস্থ সোনার ধূপগাহের উপরে সকল পবিত্র লোকের মুনাজাতে যোগ করেন।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রকাশিত কালাম 8
প্রেক্ষাপটে প্রকাশিত কালাম 8:3 দেখুন