মার্ক 1:37-43 BACIB

37 এবং তাঁকে পেয়ে বললেন, সমস্ত লোক আপনার খোঁজ করছে।

38 তিনি তাঁদেরকে বললেন, চল, আমরা অন্যন্য নিকটবর্তী গ্রামগুলোতে যাই, আমি সেসব স্থানেও তবলিগ করবো, কেননা সেজন্যই বের হয়েছি।

39 পরে তিনি সমস্ত গালীল দেশে লোকদের মজলিস-খানায় গিয়ে তবলিগ করতে ও বদ-রূহ্‌ ছাড়াতে লাগলেন।

40 একদিন এক জন কুষ্ঠ রোগী এসে তাঁর সম্মুখে ফরিয়াদ করে ও জানু পেতে বললো, যদি আপনার ইচ্ছা হয়, তবে আপনি আমাকে পাক-পবিত্র করতে পারেন।

41 তিনি করুণাবিষ্ট হয়ে হাত বাড়িয়ে তাঁকে স্পর্শ করলেন, বললেন, আমার ইচ্ছা, তুমি পাক-পবিত্র হও।

42 তৎক্ষণাৎ কুষ্ঠরোগ তাকে ছেড়ে গেল, সে পাক-পবিত্র হল।

43 তখন তিনি তাকে দৃঢ় ভাবে হুকুম দিয়ে বিদায় করলেন, বললেন,