দ্বিতীয় বিবরণ 32:30-36 SBCL

30 কি করে একজন হাজার জনকে তাড়ায়,কি করে দু’জনকে দেখে দশ হাজার পালায়,যদি না তাদের আশ্রয়-পাহাড়শত্রুদের হাতেতাদের বিকিয়ে দিয়ে থাকেন,যদি না সদাপ্রভু শত্রুদের হাতেতাদের তুলে দিয়ে থাকেন?

31 শত্রুদের আশ্রয়-পাহাড় আমাদেরআশ্রয়-পাহাড়ের মত নয়,এটা আমাদের শত্রুদেরও রায়।

32 সদাপ্রভু বললেন, “তাদের আংগুর গাছসদোমের আংগুর গাছ থেকেআর ঘমোরার ক্ষেত থেকে এসেছে।তাদের আংগুরে রয়েছে বিষ,তাদের আংগুরের থোকা তেতো।

33 তাদের আংগুর-রস হল সাপের বিষ,গোখ্‌রা সাপের ভয়ংকর বিষ।

34 আমার কাছেই তা তোলা আছে,আমার ভাণ্ডার ঘরে সীলমোহর করা আছে।

35 অন্যায়ের শাস্তি দেবার অধিকার আমারই;যার যা পাওনা আমি তাকে তা-ই দেব।সময় হলেই শত্রুদের পা পিছ্‌লে যাবে;তাদের ধ্বংসের দিন তাদের কাছেএসে গেছে।তাদের জন্য যা ঠিক করে রাখা হয়েছে,তা শীঘ্রই তাদের উপর এসে পড়বে।”

36 সদাপ্রভু যখন দেখবেন,তাঁর লোকদের শক্তি ফুরিয়ে গেছে,দাস বা স্বাধীন কারও আর শক্তি নেই,তখন তিনি তাঁর লোকদের পক্ষ নেবেন,তাঁর দাসদের উপর করুণা করবেন।