দ্বিতীয় বিবরণ 32:36-42 SBCL

36 সদাপ্রভু যখন দেখবেন,তাঁর লোকদের শক্তি ফুরিয়ে গেছে,দাস বা স্বাধীন কারও আর শক্তি নেই,তখন তিনি তাঁর লোকদের পক্ষ নেবেন,তাঁর দাসদের উপর করুণা করবেন।

37 তিনি তখন বলবেন,“কোথায় এখন তাদের দেব-দেবতারা?কোথায় তাদের সেই পাহাড়যাঁর কাছে তারা আশ্রয় নিয়েছিল?

38 কোথায় সেই দেব-দেবতারাযারা তাদের বলির পশুর চর্বি খেয়েছিল,খেয়েছিল তাদের ঢালন-উৎসর্গেরআংগুর-রস?এখন তারা এসে তোমাদেরসাহায্য করুক,আর তোমাদের আশ্রয় দিক।

39 এবার তোমরা ভেবে দেখ যে,আমিই তিনি;আমি ছাড়া আর কোন ঈশ্বর নেই।মরণ-বাঁচন আমারই হাতে,আমি ক্ষত করেছি, আমিই সুস্থ করব;আমার হাত থেকে বাঁচাতে পারেএমন কেউ নেই।

40 আমি হাত তুলে শপথ করে বলছি,আমার জীবনের দিব্য যে,

41 যখন আমার ঝক্‌ঝকে তলোয়ারেআমি শান দেব,আমার বিচারের রায়কেকাজে লাগাবার জন্য তা হাতে নেব,তখন আমার শত্রুদের আমি শাস্তি দেব,আর যারা আমাকে ঘৃণা করেতাদের যা পাওনা তা তাদের দেব।

42 মেরে ফেলা আর বন্দী লোকদেররক্ত খাইয়েআমার তীরগুলোকে আমি মাতালকরে তুলব;আমার তলোয়ার মাংস খাবে,লম্বা-চুলওয়ালা শত্রুর মাথার মাংস খাবে।”