19 লোকদের তারা পাহাড়ের ধারে ডাকবে;সেখানে যোগ্য মনোভাব নিয়েতারা পশু-উৎসর্গ করবে।সাগর থেকে তারা তুলবে সাগরের ধন,আর বালি থেকে তুলে আনবেবালির তলার ধন।”
20 গাদ সম্বন্ধে তিনি বলেছিলেন,“ধন্য তিনি, যিনি গাদের রাজ্যেরসীমা বাড়াবেন।সে সিংহের মত বসবেআর শত্রুর মাথা ও হাত ছিঁড়বে।
21 সব জায়গার সেরা জায়গাসে বেছে নিয়েছে;নেতার যোগ্য পাওনা তার জন্যরাখা আছে।যুদ্ধে জড়ো হওয়া সর্দারদের মধ্যেসে-ই সদাপ্রভুর ন্যায়-ভরা হুকুমপালন করেছে,পালন করেছে ইস্রায়েলকে দেওয়াসদাপ্রভুর নিয়ম।”
22 দান সম্বন্ধে তিনি বলেছিলেন,“সে যেন বাশন থেকে লাফিয়ে আসাসিংহের বাচ্চা।”
23 নপ্তালি সম্বন্ধে তিনি বলেছিলেন,“নপ্তালি সদাপ্রভুর করুণায় পূর্ণ;তাঁরই আশীর্বাদে সে পূর্ণ হয়ে উঠেছে।তুমি তোমার সীমানার মধ্যে নিয়ে এসগালীল সাগর ও তার দক্ষিণের দেশ।”
24 আশের সম্বন্ধে তিনি বলেছিলেন,“আশের অন্যের চেয়ে বেশীআশীর্বাদ পাবে;সে যেন ভাইদের প্রিয় হয়,তার পা দু’খানা যেন জলপাই তেলেরমধ্যে ডুবে থাকে।
25 লোহা আর ব্রোঞ্জের আগল দিয়েতার সদর দরজা বাঁধা থাকবে।যতদিন সে বেঁচে থাকবেততদিন তার দেহে শক্তি থাকবে।”