23 নপ্তালি সম্বন্ধে তিনি বলেছিলেন,“নপ্তালি সদাপ্রভুর করুণায় পূর্ণ;তাঁরই আশীর্বাদে সে পূর্ণ হয়ে উঠেছে।তুমি তোমার সীমানার মধ্যে নিয়ে এসগালীল সাগর ও তার দক্ষিণের দেশ।”
24 আশের সম্বন্ধে তিনি বলেছিলেন,“আশের অন্যের চেয়ে বেশীআশীর্বাদ পাবে;সে যেন ভাইদের প্রিয় হয়,তার পা দু’খানা যেন জলপাই তেলেরমধ্যে ডুবে থাকে।
25 লোহা আর ব্রোঞ্জের আগল দিয়েতার সদর দরজা বাঁধা থাকবে।যতদিন সে বেঁচে থাকবেততদিন তার দেহে শক্তি থাকবে।”
26 তিনি বলেছিলেন, “যিশুরূণের ঈশ্বরেরমত আর কেউ নেই।তোমার সাহায্যকারী হবার জন্যমেঘের উপর চড়েনিজের মহিমায় তিনিআকাশ-পথে চলেন।
27 যিনি আদিকালের ঈশ্বর তিনিইতোমার আশ্রয়;তাঁর চিরকালের হাতে তিনিইতোমাকে ধরে আছেন।তোমার সামনে যত শত্রু আছেতিনি তাদের তাড়িয়ে দেবেন;তিনি বলবেন, ‘এদের ধ্বংস কর।’
28 ইস্রায়েল তাই নিরাপদে থাকবে।যাকোবের ঝরণা থাকবেবিপদ-সীমার বাইরে;সেখানে থাকবে প্রচুর শস্যও নতুন আংগুর-রস,তার উপরে আকাশের শিশিরঝরে পড়বে।
29 হে ইস্রায়েল, তুমি ধন্য!তুমিই সদাপ্রভুর উদ্ধার-করা জাতি,তোমার মত আর কোন জাতি নেই।তিনিই তোমার সাহায্যের ঢাল,তোমার গৌরবের তলোয়ার।শত্রুরা তোমার সামনে থর থরকরে কাঁপবে,আর তুমি তাদের পিঠ মাড়িয়েচলে যাবে।”