সখরিয় 13 SBCL

1-2 “আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, সেই দিন দায়ূদের বংশের ও যিরূশালেমের বাসিন্দাদের পাপ ও অশুচিতা ধুয়ে ফেলবার জন্য একটা ফোয়ারা খোলা হবে। সেই দিন দেশ থেকে প্রতিমাগুলো দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারও মনে থাকবে না। আমি দেশ থেকে তাদের নবীদের দূর করে দেব এবং মন্দ আত্মাদেরও দূর করে দেব।

3 তবুও যদি কেউ নবী হিসাবে কথা বলে তবে তার নিজের মা-বাবা তাকে বলবে, ‘তোমাকে মরতে হবে, কারণ তুমি সদাপ্রভুর নাম করে মিথ্যা কথা বলেছ।’ সে নবী হিসাবে কথা বললে পর তার নিজের মা-বাবা তাকে তীক্ষ্ন অস্ত্র দিয়ে মেরে ফেলবে।

4 “প্রত্যেক নবী সেই দিন তার দর্শনের বিষয়ে লজ্জিত হবে। ছলনা করবার জন্য সে নবীদের মত লোমের পোশাক পরবে না।

5 সে বলবে, ‘আমি নবী নই, আমি একজন চাষী; ছোটবেলায় আমাকে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল।’

6 যদি কেউ তাকে জিজ্ঞাসা করে, ‘তোমার দেহে ওগুলো কিসের দাগ?’ সে উত্তর দেবে, ‘আমার বন্ধুদের বাড়ীতে যে সব আঘাত পেয়েছি এ তারই দাগ।’ ”

পালককে আঘাত করা

7 সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “হে তলোয়ার, তুমি আমার পালকের বিরুদ্ধে, আমার সংগের লোকের বিরুদ্ধে, জেগে ওঠো। পালককে আঘাত কর, তাতে মেষগুলো ছড়িয়ে পড়বে; আমি মেষের বাচ্চাগুলোর বিরুদ্ধেও আমার হাত উঠাব।

8 গোটা দেশের তিন ভাগের দু’ভাগ লোককে মেরে ফেলা হবে, কিন্তু আমি সদাপ্রভু বলছি, তৃতীয় ভাগ তার মধ্যে বেঁচে থাকবে।

9 এই তৃতীয় ভাগকে আমি আগুনের মধ্যে নিয়ে যাব; রূপা খাঁটি করবার মত করে আমি তাদের খাঁটি করব এবং সোনা যাচাই করবার মত তাদের যাচাই করব। তারা আমাকে ডাকবে আর আমি তাদের উত্তর দেব; আমি বলব, ‘এরা আমার লোক,’ আর তারা বলবে, ‘সদাপ্রভুই আমাদের ঈশ্বর।’ ”

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14