সখরিয় 9 SBCL

ইস্রায়েলের শত্রুদের বিচার

1 হদ্রক ও দামেস্কের বিরুদ্ধে সদাপ্রভু যে বাক্য প্রকাশ করেছিলেন তা পূর্ণ হবে। ইস্রায়েলের গোষ্ঠীগুলোর ও অন্য সব মানুষের চোখ সদাপ্রভুর উপর রয়েছে।

2 হমাৎ, যেটা হদ্রকের সীমানার কাছে আছে তারও বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য পূর্ণ হবে। যদিও সোর ও সীদোনের লোকেরা খুবই জ্ঞানী, তবুও তাদের বিরুদ্ধে তা পূর্ণ হবে।

3 সোর নিজের জন্য একটা দুর্গ তৈরী করেছে এবং ধুলার মত রূপা ও রাস্তার কাদার মত সোনা জড়ো করেছে।

4 কিন্তু প্রভু তার সব কিছু দূর করে দেবেন; তার ধন-সম্পদ তিনি সমুদ্রে ফেলে দেবেন আর আগুন সেই শহরকে পুড়িয়ে ফেলবে।

5 অস্কিলোন তা দেখে ভয় পাবে, গাজা যন্ত্রণায় মোচড় খাবে আর ইক্রোণের দশাও তা-ই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না। গাজা তার রাজাকে হারাবে আর অস্কিলোনে কেউ বাস করবে না।

6 মিশ্র জাতের বংশধরেরা অস্‌দোদে বাস করবে।সদাপ্রভু বলছেন, “পলেষ্টীয়দের অহংকার আমি শেষ করে দেব।

7 আমি তাদের মুখ থেকে রক্ত সুদ্ধ মাংস ও অন্যান্য নিষেধ করা খাবার বের করব। তাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা হবে আমার লোক; তারা হবে যিহূদার একটা বংশের মত এবং ইক্রোণ হবে যিবূষীয়দের মত।

8 আক্রমণকারী সৈন্যদলের হাত থেকে আমি আমার লোকদের রক্ষা করব। কোন অত্যাচারী আর কখনও আমার লোকদের কাছে আসবে না, কারণ এখন আমি পাহারা দিচ্ছি।

সিয়োনের রাজা আসছেন

9 “হে সিয়োন-কন্যা, খুব আনন্দ কর। হে যিরূশালেম, তুমি জয়ধ্বনি কর। দেখ, তোমার রাজা তোমার কাছে আসছেন; তিনি ন্যায়বান ও তাঁর কাছে উদ্ধার আছে; তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন।

10 আমি ইফ্রয়িমের রথ ও যিরূশালেমের যুদ্ধের ঘোড়া সব ধ্বংস করব আর যুদ্ধের ধনুক ভেংগে ফেলা হবে। তিনি জাতিদের কাছে শান্তি ঘোষণা করবেন। তাঁর শাসন সাগর থেকে সাগর পর্যন্ত, ইউফ্রেটিস নদী থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত চলবে।

11 হে যিরূশালেম, তোমার জন্য আমার ব্যবস্থা স্থাপনের রক্তের দরুন আমি তোমার বন্দীদের সেই জলশূন্য গর্ত থেকে মুক্ত করে দেব।

12 হে আশায় পূর্ণ বন্দীরা, তোমরা তোমাদের দুর্গে ফিরে যাও; আজ আমি প্রতিজ্ঞা করছি যে, আমি তোমাদের দুই গুণ আশীর্বাদ করব।

13 আমি যিহূদাকে ধনুকের মত আর ইফ্রয়িমকে তীরের মত ব্যবহার করব। হে সিয়োন, আমি তোমার ছেলেদের গ্রীস দেশের ছেলেদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব এবং তোমাকে যোদ্ধার তলোয়ারের মত করব।”

সদাপ্রভু আসবেন

14 তারপর সদাপ্রভু তাঁর লোকদের উপরে প্রকাশিত হবেন; তাঁর তীর বিদ্যুতের মত চম্‌কাবে। প্রভু সদাপ্রভু শিংগা বাজাবেন আর দক্ষিণের ঝোড়ো বাতাসের মত এগিয়ে যাবেন;

15 সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাদের রক্ষা করবেন। এতে তারা শত্রুদের ধ্বংস করবে ও তাদের ফিংগার পাথর পায়ে মাড়াবে। তারা আংগুর-রস খাবে এবং মাতালদের মত চিৎকার করবে; বেদীর কোণাগুলোতে পাত্র থেকে রক্ত ঢালবার মত করে তারা প্রচুর রক্তপাত করবে।

16 সেই দিন তাদের ঈশ্বর সদাপ্রভু ভেড়ার পালের মত করে তাঁর লোকদের উদ্ধার করবেন। তারা তাঁর দেশে মুকুটের মধ্যে মণি-মাণিকের মত ঝক্‌মক্‌ করবে।

17 তাদের চেহারা কত ভাল হবে, কত সুন্দর হবে! শস্য খেয়ে যুবকেরা এবং নতুন আংগুর-রস খেয়ে যুবতীরা সতেজ হয়ে উঠবে।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14