9 কিন্তু তালুত ও লোকেরা অগাগের প্রতি এবং উত্তম উত্তম ভেড়া ও গরু, পুষ্ট বাছুর এবং ভেড়ার বাচ্চা ও সমস্ত উত্তম বস্তুর প্রতি দয়া করলেন, সেগুলোকে নিঃশেষে বিনষ্ট করতে চাইলেন না; কিন্তু যা কিছু তুচ্ছ রুগ্ন, তা-ই নিঃশেষে বিনষ্ট করলেন।
10 পরে শামুয়েলের কাছে মাবুদের এই কালাম নাজেল হল,
11 আমি তালুতকে বাদশাহ্ করেছি বলে আমার অনুশোচনা হচ্ছে, যেহেতু সে আমার পিছনে চলা থেকে ফিরে গিয়েছে, আমার কালাম পালন করে নি। তখন শামুয়েল ক্রুদ্ধ হলেন এবং সমস্ত রাত মাবুদের কাছে কান্নাকাটি করলেন।
12 পরে শামুয়েল তালুতের সঙ্গে সাক্ষাৎ করতে প্রত্যুষে উঠলেন; তখন শামুয়েলকে এই সংবাদ দেওয়া হল, তালুত কর্মিলে এসেছিলেন এবং তিনি নিজের জন্য একটি স্তম্ভ প্রস্তুত করিয়েছেন, পরে সেখান থেকে ফিরে, ঘুরে গিল্গলে নেমে গেলেন।
13 আর শামুয়েল তালুতের কাছে আসলে তালুত তাঁকে বললেন, মাবুদ আপনাকে দোয়া করুন; আমি মাবুদের কালাম পালন করেছি;
14 শামুয়েল বললেন, তবে আমার কর্ণগোচরে ভেড়ার ডাক আসছে কেন? আর এই গরুর ডাক আমি শুনতে পাচ্ছি কেন?
15 তালুত বললেন, সেসব আমালেকীয়দের থেকে আনা হয়েছে; ফলত আপনার আল্লাহ্ মাবুদের উদ্দেশে কোরবানী করার জন্য লোকেরা উত্তম উত্তম ভেড়া ও গরুগুলো জীবিত রেখেছে; কিন্তু আমরা অবশিষ্ট লোকদেরকে নিঃশেষে বিনষ্ট করেছি।