17 তখন বাদশাহ্ তাঁর চারদিকে দণ্ডায়মান সৈন্যদেরকে বললেন, তোমরা ফিরে দাঁড়াও, মাবুদের এই ইমামদের হত্যা কর: কেননা এরাও দাউদকে সাহায্য করে এবং তার পলায়নের কথা জেনেও আমাকে জানায় নি; কিন্তু মাবুদের ইমামদের আক্রমণ করতে বাদশাহ্র গোলামেরা সম্মত হল না।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ শামুয়েল 22
প্রেক্ষাপটে ১ শামুয়েল 22:17 দেখুন