14 আর ফিলিস্তিনীরা ইসরাইল থেকে যে সমস্ত নগর হরণ করেছিল, ইক্রোণ থেকে গাৎ পর্যন্ত, সেসব পুনর্বার ইসরাইলের হাতে ফিরে এল; এবং ইসরাইল সেসব অঞ্চল ফিলিস্তিনীদের হাত থেকে উদ্ধার করলো। আর আমোরীয়দের সঙ্গে ইসরাইলের সন্ধি স্থাপিত হল।
15 শামুয়েল সারা জীবন ধরে ইসরাইলের বিচার করলেন।
16 তিনি প্রতি বছর বেথেল, গিল্গল ও মিস্পাতে পরিভ্রমণ করে সেসব স্থানে ইসরাইলের বিচার করতেন।
17 পরে তিনি রামাতে ফিরে আসতেন, কেননা সেই স্থানে তাঁর বাড়ি ছিল এবং সেই স্থানে তিনি ইসরাইলের বিচার করতেন; আর তিনি সেই স্থানে মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্ তৈরি করেন।