লূক 11:1-7 SBCL

1 এক সময়ে যীশু কোন একটা জায়গায় প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষ হলে পর তাঁর একজন শিষ্য তাঁকে বললেন, “প্রভু, বাপ্তিস্মদাতা যোহন যেমন তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন তেমনি আমাদেরও আপনি প্রার্থনা করতে শিখান।”

2 যীশু তাঁদের বললেন, “যখন তোমরা প্রার্থনা কর তখন বোলো,‘হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক।তোমার রাজ্য আসুক।

3 প্রত্যেক দিনের খাবার তুমি আমাদেরপ্রত্যেক দিন দাও।

4 আমাদের পাপ ক্ষমা কর,কারণ যারা আমাদের বিরুদ্ধে পাপ করেআমরা তাদের ক্ষমা করি।আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না।’ ”

5 তারপর যীশু তাঁর শিষ্যদের বললেন, “মনে কর, মাঝ রাতে তোমাদের মধ্যে একজন তার বন্ধুর বাড়ীতে গিয়ে বলল, ‘বন্ধু, আমাকে তিনটা রুটি ধার দাও।

6 আমার এক বন্ধু পথে যেতে যেতে আমার কাছে এসেছে। তাকে খেতে দেবার মত আমার কিছুই নেই।’

7 তখন ঘরের ভিতর থেকে তার বন্ধু উত্তর দিল, ‘আমাকে কষ্ট দিয়ো না। দরজা এখন বন্ধ আর আমার ছেলেমেয়েরা বিছানায় আমার কাছে শুয়ে আছে। আমি উঠে তোমাকে কিছুই দিতে পারব না।’