18 যার জন্য সে পরিশ্রম করেছে তা ভোগ না করেইফিরিয়ে দিতে হবে;ব্যবসার লাভও সে আর ভোগ করবে না;
19 কারণ সে গরীবদের জুলুম ও অবহেলা করেছে,আর যে বাড়ী-ঘর সে নিজে তৈরী করে নি তা দখল করে নিয়েছে।
20 “সে সব সময় লোভ করে,সেইজন্য সে কিছুই রক্ষা করতে পারবে না।
21 গ্রাস করবার মত তার আর কিছুই বাকী থাকবে না;তার সৌভাগ্য স্থায়ী হবে না।
22 তার প্রচুর থাকার সময়েও সে কষ্টে পড়বে;দুঃখ তার পুরো শক্তি নিয়ে তার উপর আসবে।
23 তার পেট ভরবার সময়েআল্লাহ্ তাঁর জ্বলন্ত গজব তার উপরে ঢেলে দেবেন,তা ঢেলে দেবেন বৃষ্টির মত করে।
24 যদি সে লোহার অস্ত্রের হাত থেকে পালায়,তবে ব্রোঞ্জের ধনুক থেকে তীর তাকে বিঁধবে।