আইয়ুব 31 MBCL

1 “কামনা নিয়ে কোন যুবতী মেয়ের দিকে তাকাব না বলেআমার চোখের সংগে আমি একটা চুক্তি করেছি।

2 বেহেশতবাসী আল্লাহ্‌র কাছ থেকে মানুষ কি পায়?বেহেশতের সর্বশক্তিমানের কাছে তার পাওনাই বা কি?

3 তা কি দুষ্টদের জন্য ধ্বংস নয়?যারা খারাপ কাজ করে তাদের জন্য বিপদ নয়?

4 তিনি কি আমার চলাফেরা দেখেন না?আমার প্রতিটি ধাপ কি তিনি গোণেন না?

5 “আমি সত্যিই বলছি যে, আমি মিথ্যার মধ্যে চলাফেরা করি নি,আমার পা ছলনার পিছনে দৌড়ায় নি।

6 সঠিক দাঁড়িপাল্লায় আল্লাহ্‌ যেন আমাকে ওজন করেন,তাহলে তিনি জানতে পারবেন যে, আমি নির্দোষ।

7 যদি আমি বিপথে পা দিয়ে থাকি,আমার চোখ যদি আমার দিলকে গুনাহ্‌ করিয়ে থাকে,কিংবা আমার হাতে যদি কোন গুনাহের দাগ লেগে থাকে,

8 তবে আমি যা বুনেছি তা যেন অন্যেরা খায়,আমার শস্য যেন উপ্‌ড়ে ফেলা হয়।

9 “আমার দিল যদি কোন স্ত্রীলোকের দিকে গিয়ে থাকে,কিংবা যদি প্রতিবেশীর দরজার কাছে আমি ওৎ পেতে থাকি,

10 তবে আমার স্ত্রী যেন অন্য লোকের জাঁতা ঘুরায়,আর অন্য লোক যেন তার সংগে শোয়।

11 আমার পক্ষে তা হবে একটা জঘন্য কাজ,বিচারকদের দ্বারা শাস্তি পাওয়ার মত গুনাহ্‌।

12 সেই গুনাহ্‌ এমন আগুনের মত যা কবর পর্যন্ত জ্বলছে,তা আমার সব কিছু পুড়িয়ে ফেলতে পারে।

13 “আমার গোলাম ও বান্দীরা আমার বিরুদ্ধে কোন নালিশ জানালেযদি আমি তার বিচার করতে রাজী না হয়ে থাকি,

14 তবে আল্লাহ্‌ যখন আমার মুখোমুখি হবেনতখন আমি কি করব?আমি তাঁকে কি কৈফিয়ৎ দেব?

15 যিনি আমাকে গর্ভের মধ্যে তৈরী করেছেন,তিনি কি তাদেরও তৈরী করেন নি?একই জন কি মায়ের গর্ভে আমাদের গড়েন নি?

16 “আমি যদি গরীবদের অভাব না মিটিয়ে থাকি,কিংবা বিধবাদের নিরাশ করে থাকি,

17 যদি আমার খাবার আমি এতিমদের না দিয়ে একা খেয়ে থাকি-

18 অবশ্য আমার অল্প বয়স থেকেই তাদের আমি আব্বার মত পালন করেছিআর আমার জন্মের পর থেকেই বিধবাদের দেখাশোনা করেছি-

19 যদি আমি কাউকে কাপড়-চোপড়ের অভাবে মরতে দেখে থাকিকিংবা অভাবী লোককে উলংগ দেখে থাকি,

20 ভেড়ার লোমের কাপড় দিয়ে তাকে গরমে রেখেছি বলেযদি তার দিল আমার প্রশংসা না করে থাকে,

21 বিচার-সভায় আমার ক্ষমতা আছে বলেআমি যদি এতিমদের গায়ে হাত তুলে থাকি,

22 তাহলে কাঁধ থেকে আমার হাত যেন খসে পড়ে,হাড়ের জোড়া থেকে যেন তা ভেংগে পড়ে,

23 কারণ আমি আল্লাহ্‌র দেওয়া শাস্তির ভয় করি;তাঁর মহিমা এত বেশী যে, তাঁর ভয়ে আমি ঐ সব করতে পারি না।

24 “সোনার উপর যদি আমি ভরসা করে থাকি,কিংবা খাঁটি সোনাকে বলে থাকি, ‘তোমার উপরেই আমার নির্ভরতা,’

25 আমার নিজ হাত দিয়ে যে সম্পদ আমি লাভ করেছিসেই মহাধন নিয়ে যদি আমি আনন্দ করে থাকি,

26 যদি উজ্জ্বল সূর্যের এবং জ্যোৎস্না-ভরা চাঁদের দিকে তাকিয়ে থাকি,

27 আর তাতে যদি আমার দিল গোপনে তাদের দিকে গিয়ে থাকে,তাদের চুম্বন করবার উদ্দেশ্যে যদি আমার হাতে চুম্বন করে থাকি,

28 তাহলে এগুলোও হল শাস্তি পাবার মত গুনাহ্‌,কারণ তাতে আমি বেহেশতের আল্লাহ্‌কে অস্বীকার করেছি।

29 “আমার শত্রুর দুর্ভাগ্যে আমি আনন্দ করি নিকিংবা তার কষ্টের সময়ে খুশী হই নি।

30 তার প্রাণের বিরুদ্ধে বদদোয়ার কথা বলেআমার মুখকে আমি গুনাহ্‌ করতে দিই নি।

31 আমার ঘরের লোকেরা তো এই কথাই বলত,‘হুজুরের দেওয়া গোশ্‌তে কে না পেট ভরেছে?’

32 কোন বিদেশীকে রাস্তায় রাত কাটাতে হয় নি,কারণ যাত্রীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকত।

33 অন্যান্য মানুষের মত আমি গুনাহ্‌ গোপন করে রাখি নিআর আমার দিলে দোষ লুকিয়ে রাখি নি;

34 কাজেই আমি লোকদের ভয় করতাম না,আর আমার বংশের লোকদের ঘৃণার ভয়েআমি ঘরে চুপ করে বসে থাকতাম না।

35 “হায়, আমার কথা যদি কেউ শুনত!আমি সই দিয়ে সাক্ষি দিচ্ছি যে, আমার কথা সত্যি;সর্বশক্তিমান যেন আমাকে জবাব দেন,আমার বিবাদী যেন আমার দোষ লিখে দেখান।

36 আমি নিশ্চয়ই তা আমার কাঁধে লাগিয়ে রাখবআর তাজের মত করে মাথায় পরব।

37 আমার প্রতিটি ধাপের হিসাব আমি তাঁকে দেব;রাজপুত্রের মত আমি তাঁর কাছে এগিয়ে যাব।

38 “আমার জমি যদি আমার বিরুদ্ধে চিৎকার করে ওঠেআর চাষ করা জমি চোখের পানিতে ভিজে ওঠে,

39 যদি আমি দাম না দিয়ে তার ফসল খেয়ে থাকিকিংবা সেখানকার মালিকদের নিষ্ঠুরভাবে যন্ত্রণা দিয়ে থাকি,

40 তবে যেন সেখানে গমের বদলে কাঁটাগাছ গজায়আর যবের বদলে জন্মায় আগাছা।”এখানে আইয়ুবের কথা শেষ হয়েছে।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42