আইয়ুব 17 MBCL

1 “আমার মন ভেংগে গেছে,আমার আয়ু শেষ হয়ে আসছে,আমার জন্য কবর অপেক্ষা করছে।

2 ঠাট্টা-বিদ্রূপকারীরা সত্যিই আমার চারপাশে আছে;তাদের বিরুদ্ধভাব আমি দেখতে পাচ্ছি।

3 “হে আল্লাহ্‌, যে জামিন তুমি চাও আমার পক্ষে সেই জামিন তুমিই হও;কে আর আমার হয়ে জামিন হবে?

4 তুমি তাদের বুঝবার মন বন্ধ করে দিয়েছ,কাজেই তুমি তাদের জয়ী হতে দেবে না।

5 লাভের আশায় যদি কেউ তার বন্ধুদের দোষী করেতবে তার সন্তানেরা কষ্ট ভোগ করবে।

6 “আল্লাহ্‌ আমাকে সকলের টিট্‌কারির পাত্র করেছেন,যার মুখে সবাই থুথু দেয় তার মতই করেছেন।

7 আমার চোখ দুঃখে নিসে-জ হয়ে এসেছে;আমার গোটা শরীরটা ছায়ার মত হয়েছে।

8 এতে সৎ লোকেরা খুব অবাক হবে,আর নির্দোষ লোকেরা আল্লাহ্‌র প্রতি ভয়হীনদের বিরুদ্ধে জেগে উঠবে;

9 কিন্তু খাঁটি লোকেরা তাদের পথে এগিয়ে যাবে,আর যাদের হাত পাক-সাফ তারা দিনে দিনে শক্তিশালী হবে।

10 “ভাল, তোমরা সবাই এসে আবার চেষ্টা কর।আমি তোমাদের মধ্যে কাউকেই জ্ঞানী দেখি না।

11 আমার আয়ু প্রায় শেষ হয়েছে,আমার সব পরিকল্পনা বিফল হয়েছে,আমার দিলের ইচ্ছাগুলোও নষ্ট হয়ে গেছে।

12 এই লোকেরা রাতকে দিন বানায়আর অন্ধকারের মধ্যে বলে, ‘আলো আসছে’।

13 যদি আমার ঘর হিসাবে আমি কবরকে আশা করি,অন্ধকারের মধ্যে যদি আমার বিছানা পাতি,

14 কবরকে যদি বলি, ‘তুমি আমার বাবা,’আর পোকাকে বলি, ‘আমার মা’ কিংবা ‘আমার বোন,’

15 তাহলে আমার আশা কোথায়?আর আমার আশার পূর্ণতা কে দেখতে পাবে?

16 সেই আশা কবরের দুয়ার পর্যন্ত নেমে যাবে না;আমার সংগে তা ধুলায় মিশে যাবে না।”

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42