15 জেনাকারীর চোখ সন্ধ্যার জন্য অপেক্ষা করে;সে তার মুখ ঢেকে রেখে ভাবেকারও চোখ তার উপর পড়বে না।
16 অন্ধকার হলে লোকে ঘরে সিঁধ কাটে,কিন্তু দিনের বেলায় তারা লুকিয়ে থাকে;আলোর সংগে তাদের কোন সম্পর্ক থাকে না।
17 তাদের জন্য সকালবেলা গাঢ় অন্ধকারের মত;অন্ধকারের ভয়ংকরতার সংগে তাদের বন্ধুত্ব আছে।
18 “তারা পানির উপরকার ফেনার মত;তাদের ভাগের জমি বদদোয়াপ্রাপ্ত,কাজেই তারা কেউ আংগুর ক্ষেতে যায় না।
19 গরম আর খরা যেমন বরফ-গলা পানি গ্রাস করে,কবরও তেমনি করে গুনাহ্গারদের গ্রাস করে।
20 মা তাদের ভুলে যায়,পোকারা তাদের শরীর খেয়ে ফেলে;খারাপ লোকদের কেউ মনে রাখে না,তারা গাছের মত ভেংগে পড়ে।
21 তারা বন্ধ্যা স্ত্রীলোককে গ্রাস করেআর বিধবাদের দয়া করে না।