আইয়ুব 34:30-36 MBCL

30 যাতে আল্লাহ্‌র প্রতি ভয়হীন লোক রাজত্ব করতে না পারেআর লোকদের ধরবার জন্য ফাঁদ পাততে না পারে।

31 “কোন লোক তো আল্লাহ্‌কে বলে নি,‘আমি শাস্তি পেয়েছি, আর অন্যায় করব না;

32 আমি যা দেখতে পাই না তা আমাকে শিখাও;যদি আমি অন্যায় করে থাকি, তবে আর তা করব না।’

33 আপনি যখন আল্লাহ্‌কে অগ্রাহ্য করছেনতখন আল্লাহ্‌ কি করে আপনার ইচ্ছামত পুরস্কার দেবেন?মন স্থির করা আপনার কাজ, আমার নয়;কাজেই আপনার মতামত আপনি প্রকাশ করুন।

34 “বুদ্ধিমান লোকেরা আমাকে বলেন,জ্ঞানী লোকেরা আমার কথা শুনে আমাকে বলেন,

35 ‘আইয়ুব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন,তাঁর কথায় কোন বুদ্ধির পরিচয় নেই।’

36 আইয়ুবের পরীক্ষা সম্পূর্ণভাবে হলেই ভাল,কারণ তিনি দুষ্ট লোকের মত কথা বলছেন।