29 গদা তার কাছে এক টুকরা খড়ের মত;বল্লমের শব্দে সে হাসে।
30 তার নীচের দিকটা ভাংগা মাটির পাত্রের ধারালো টুকরার মত;সেইজন্য শস্য মাড়াবার যন্ত্রের মত তা কাদার উপর দাগ রেখে যায়।
31 পাত্রের ফুটন্ত পানির মত সে সাগরকে তোলপাড় করেআর সমুদ্রকে ঘেঁটে মলমের মত করে।
32 একটা চক্চকে দাগ সে তার পিছনে রেখে যায়;তা দেখতে পাকা চুলের মত মনে হয়।
33 দুনিয়ার কোন কিছুই তার সমান নয়;তাকে ভয়শূন্য করে সৃষ্টি করা হয়েছে।
34 গর্বিত সবাইকে সে নীচু চোখে দেখে;সে সমস্ত অহংকারীদের বাদশাহ্।”