3 তুমি জিজ্ঞাসা করেছিলে, ‘এ কে,যে না বুঝে আমার উদ্দেশ্যকে গোপন করে রাখে?’এই কথা ঠিক যে, আমি যা বুঝি নিসেই বিষয় নিয়ে কথা বলেছিলাম;তা এত আশ্চর্য যে, আমার বুঝবার নাগালের বাইরে।
4 তুমি বলেছ, ‘এখন শোন, আমি কথা বলি;আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবআর তুমি আমাকে জবাব দেবে।’
5 আগে আমার কান তোমার বিষয় শুনেছে,কিন্তু এখন আমার চোখ তোমাকে দেখল।
6 কাজেই আমি যা বলেছি তা এখন ফিরিয়ে নিচ্ছি,আর ধুলা ও ছাইয়ের মধ্যে বসে তওবা করছি।”
7 আইয়ুবকে এই সব কথা বলবার পরে মাবুদ তৈমনীয় ইলীফসকে বললেন, “আমার গোলাম আইয়ুব যেমন বলেছে তুমি ও তোমার বন্ধুরা সেইভাবে আমার বিষয় ঠিক কথা বল নি; সেইজন্য তোমাদের উপর আমার রাগের আগুন জ্বলে উঠেছে।
8 কাজেই এখন সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া নিয়ে আমার গোলাম আইয়ুবের কাছে যাও এবং নিজেদের জন্য পোড়ানো-কোরবানী দাও। আমার গোলাম আইয়ুব তোমাদের জন্য মুনাজাত করবে আর আমি তা কবুল করব, তোমাদের বোকামি অনুসারে ফল দেব না। আমার গোলাম আইয়ুব যেমন আমার বিষয়ে ঠিক কথা বলেছে তোমরা তেমন বল নি।”
9 তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্দদ ও নামাথীয় সোফর মাবুদের কথামতই কাজ করলেন, আর মাবুদ আইয়ুবের মুনাজাত কবুল করলেন।