19 এটা যদি শক্তির ব্যাপার হয় তবে তিনি তো শক্তিশালী;যদি বিচারের ব্যাপার হয় তবে কে তাঁর বিরুদ্ধে সমন জারি করবে?
20 যদিও আমি নির্দোষ তবুও আমার মুখ আমাকে দোষী করবে;যদিও আমি সৎ তবুও আমার মুখ আমাকে অসৎ বলবে।
21 আমি নির্দোষ, কিন্তু তাতে আমার কি আসে যায়?আমার নিজের জীবনকে আমি ঘৃণা করি।
22 সবই সমান, সেজন্যই আমি বলছি,‘নির্দোষ ও দুষ্ট- এই দু’জনকেই তিনি ধ্বংস করেন।’
23 দুর্দশার আঘাতে হঠাৎ নির্দোষীর মৃত্যু হলে তিনি হাসেন।
24 দুষ্টদের হাতে দুনিয়াকে ছেড়ে দেওয়া হয়েছেএবং আল্লাহ্ বিচারকদের চোখ বন্ধ করে দিয়েছেন।তিনিই যদি তা না করে থাকেন তবে কে তা করেছে?
25 “যে দৌড়ায় তার চেয়েও তাড়াতাড়ি চলে আমার দিনগুলো;তা উড়ে চলে যায়, ভাল দেখতে পায় না।