16 পাত্র, হাতা ও গোশ্ত তুলবার কাঁটা।মাবুদের ঘরের জন্য হীরাম যে সব জিনিস বাদশাহ্ সোলায়মানের নির্দেশে তৈরী করেছিলেন সেগুলো ছিল চক্চকে ব্রোঞ্জের।
17 বাদশাহ্ সেগুলো জর্ডানের সমভূমিতে সুক্কোৎ ও সর্তনের মাঝামাঝি এক জায়গায় মাটির ছাঁচে ফেলে তৈরী করিয়েছিলেন।
18 এই সব জিনিস সোলায়মান এত বেশী পরিমাণে তৈরী করিয়েছিলেন যে, ব্রোঞ্জের পরিমাণ জানা যায় নি।
19 আল্লাহ্র ঘরের যে সব জিনিসপত্র সোলায়মান তৈরী করিয়েছিলেন সেগুলো হল: সোনার ধূপগাহ্; পবিত্র-রুটি রাখবার টেবিলগুলো;
20 যেমন বলা হয়েছিল সেইমত মহাপবিত্র স্থানের সামনে জ্বালাবার জন্য খাঁটি সোনার বাতিদান ও সেগুলোর বাতি;
21 খাঁটি সোনার ফুল, বাতি ও চিম্টা;
22 শল্তে পরিষ্কার করবার খাঁটি সোনার চিম্টা, খাঁটি সোনার পেয়ালা, হাতা ও আগুন রাখবার পাত্র; আর ভিতরের কামরার, অর্থাৎ মহাপবিত্র স্থানের দরজার জন্য এবং বায়তুল-মোকাদ্দসের প্রধান কামরার দরজার জন্য সোনার কব্জা। এই দরজাগুলো সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল।