1 এহুদার বাদশাহ্ আহসের রাজত্বের বারো বছরের সময় এলার ছেলে হোশেয় সামেরিয়াতে ইসরাইলের বাদশাহ্ হলেন। তিনি নয় বছর রাজত্ব করেছিলেন।
2 মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন, তবে ইসরাইলের আগের বাদশাহ্দের মত নয়।
3 আশেরিয়ার বাদশাহ্ শালমানেসার হোশেয়কে আক্রমণ করতে আসলেন। তার ফলে হোশেয় শালমানেসারের অধীন্তবাদশাহ্ হলেন এবং তাঁকে খাজনা দিতে লাগলেন।
4 কিন্তু আশেরিয়ার বাদশাহ্ জানতে পারলেন যে, হোশেয় একজন বেঈমান, কারণ তিনি মিসরের বাদশাহ্ সোর কাছে দূত পাঠিয়েছিলেন এবং আশেরিয়ার বাদশাহ্কে বছরের পর বছর যে খাজনা দিয়ে আসছিলেন তা আর দিচ্ছেন না। সেইজন্য শালমানেসার হোশেয়কে ধরে জেলে দিলেন।