7-8 এই সব ঘটেছিল, কারণ যিনি মিসর থেকে, মিসরের বাদশাহ্ ফেরাউনের অধীনতা থেকে তাদের বের করে এনেছিলেন বনি-ইসরাইলরা তাদের সেই মাবুদ আল্লাহ্র বিরুদ্ধে গুনাহ্ করেছিল। তারা দেব-দেবীর পূজা করত এবং যে সব জাতিকে মাবুদ তাদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাদের মত চলাফেরা করত। এছাড়া ইসরাইলের বাদশাহ্রা যে সব রীতিনীতি চালু করেছিলেন তারা সেইভাবেই চলত।