6 কাজেই বাদশাহ্ যোরাম তখন সামেরিয়া থেকে বের হয়ে সমস্ত ইসরাইলীয় সৈন্য জমায়েত করলেন।
7 এছাড়া এহুদার বাদশাহ্ যিহোশাফটকেও তিনি এই খবর পাঠালেন, “মোয়াবের বাদশাহ্ আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আপনি কি আমার সংগে মোয়াবের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন?”জবাবে তিনি বললেন, “আমি আপনার সংগে যাব। আমিও যা আপনিও তা, আমার লোক আপনারই লোক, আমার ঘোড়া আপনারই ঘোড়া।”
8 যিহোশাফট এও জিজ্ঞাসা করলেন, “আমরা কোন্ পথে হামলা করব?”জবাবে যোরাম বললেন, “ইদোমের মরুভূমির মধ্য দিয়ে।”
9 তখন এহুদার বাদশাহ্ ও ইদোমের বাদশাহ্র সংগে ইসরাইলের বাদশাহ্ বের হয়ে পড়লেন। তাঁরা সাত দিন ধরে ঘুরপথে চললেন। তখন সৈন্যদলের জন্য কিংবা তাদের সংগেকার পশুগুলোর জন্য কোন পানি ছিল না।
10 তা দেখে ইসরাইলের বাদশাহ্ বললেন, “হায়, হায়! মাবুদ মোয়াবের হাতে তুলে দেবার জন্যই কি আমাদের এই তিন বাদশাহ্কে একসংগে ডেকেছেন?”
11 যিহোশাফট বললেন, “এখানে কি মাবুদের কোন নবী নেই যাঁর মধ্য দিয়ে আমরা মাবুদের কাছে জিজ্ঞাসা করতে পারি?”ইসরাইলের বাদশাহ্র একজন কর্মচারী জবাবে বলল, “শাফটের ছেলে আল-ইয়াসা এখানে আছেন। তিনি ইলিয়াসের সেবাকারী ছিলেন।”
12 যিহোশাফট বললেন, “মাবুদের কালাম তাঁর কাছে আছে।” কাজেই ইসরাইলের বাদশাহ্, ইদোমের বাদশাহ্ ও যিহোশাফট আল-ইয়াসার কাছে গেলেন।