1 “আমার বেঁচে থাকাকেই আমি ঘৃণা করি,তাই আমার দুঃখের কথা আমি খোলাখুলিভাবেই বলবআর আমার প্রাণের তেতো অবস্থা থেকে কথা বলব।
2 হে আল্লাহ্, আমাকে দোষী কোরো না,কিন্তু আমার বিরুদ্ধে তোমার যে নালিশ আছে তা আমাকে জানাও।
3 আমাকে কষ্ট দিয়ে তোমার কি লাভ?তোমার হাতের কাজ কি তুমি পায়ে ঠেলছআর দুষ্টদের মতলবে খুশী হচ্ছ?
4 তোমার চোখ কি মানুষের চোখের মত?মানুষ যেমন দেখে তুমিও কি তেমনি দেখ?