আইয়ুব 10:15-21 MBCL

15 যদি আমি দোষী হই তবে আমার উপর বিপদ আসবে।যদি আমি নির্দোষও হই তবুও আমি মাথা তুলতে পারব না,কারণ আমি লজ্জায় পূর্ণ হয়েছি আর কষ্টের মধ্যে ডুবে গেছি।

16 যদি আমি মাথা উঁচু করি তবে তুমি সিংহের মতআমার জন্য ওৎ পেতে থাকবেআর আমাকে আবার তোমার ভয়ংকর শক্তি দেখাবে।

17 আমার বিরুদ্ধে তুমি নতুন নতুন সাক্ষী দাঁড় করা"ছআর আমার প্রতি তোমার বিরক্তি বাড়িয়ে তুলছ;তোমার আক্রমণ একটার পর একটা আমার বিরুদ্ধে আসছে।

18 “কেন তুমি মায়ের পেট থেকে আমাকে বের করে এনেছিলে?কোন চোখ আমাকে দেখবার আগে কেন আমি মরলাম না?

19 হায়, আমাকে যদি কখনও গড়া না হত,কিংবা পেট থেকে সোজা কবরে নিয়ে যাওয়া হত!

20 আমার অল্প দিনের আয়ু প্রায় শেষ;এবার তুমি আমাকে ছেড়ে দাওযাতে আমি একটুক্ষণ আনন্দ করতে পারি।

21 আমি শীঘ্রই অন্ধকার ও ঘন ছায়ার দেশে যাব;আমি আর কখনও ফিরে আসব না।