আইয়ুব 15:25-31 MBCL

25 কারণ সে আল্লাহ্‌কে ঘুষি দেখায়আর সর্বশক্তিমানের বিরুদ্ধে বড়াই করে।

26 মোটা ও শক্ত ঢাল নিয়েঘাড় শক্ত করে সে আল্লাহ্‌র বিরুদ্ধে এগিয়ে যায়।

27 “তার মুখ চর্বিতে মোটা হয়ে গেছেআর কোমর মোটা হয়েছে গোশ্‌তে।

28 সে ধ্বংস হয়ে যাওয়া শহরে বাস করে;যে ঘরে কেউ থাকে না,যে ঘর ধ্বংসস্তূপ হবার জন্য তৈরী হয়ে আছে,সেখানে সে বাস করে।

29 সে আর ধনী থাকবে না,তার ধন-সম্পত্তি স্থায়ী হবে না,আর তার হাজার হাজার পশুও থাকবে না।

30 সে অন্ধকার এড়াতে পারবে না;সে এমন গাছের মত হবেযার ডালপালা আগুনের শিখায় পুড়ে যাবে;আল্লাহ্‌র মুখের শ্বাসে সে উড়ে যাবে।

31 বাজে জিনিসের উপর বিশ্বাস করে সে যেন নিজেকে না ঠকায়,কারণ সে তার বদলে কিছুই পাবে না।