32 সময়ের আগেই তার পাওনা শাস্তি সে পুরোপুরি পাবে;তার ডালপালা বেড়ে উঠবে না।
33 সে এমন আংগুর লতার মত হবেযা থেকে সব কাঁচা আংগুর ঝরে পড়ে গেছে;সে এমন জলপাই গাছের মত হবে যার ফুল ঝরে গেছে।
34 আল্লাহ্র প্রতি ভয়হীনদের কোন ছেলেমেয়ে থাকবে না;তাদের ঘুষের বাড়ী-ঘর আগুনে গ্রাস করবে।
35 তাদের গর্ভে থাকবে দুষ্টতা আর তারা জন্ম দেবে খারাপীকে;তাদের গর্ভে সৃষ্টি হবে ছলনা।”