1 তখন জবাবে আইয়ুব বললেন,
2 “আমি এই রকম কথা অনেক শুনেছি;কি রকম কষ্ট-দেওয়া সান্ত্বনাকারী তোমরা সবাই!
3 তোমাদের এই একটানা বাতাসের মত কথাবার্তাকখনও কি শেষ হবে না?তোমাদের কিসে পেয়েছে যে, তোমরা তর্ক করেই চলেছ?
4 তোমাদের অবস্থা যদি আমার মত হততবে আমিও তোমাদের মত কথা বলতে পারতাম,তোমাদের বিরুদ্ধে অনেক কথা বলতে পারতামআর তোমাদের দেখে মাথাও নাড়াতে পারতাম।