12 আমি শান্তিতে ছিলাম কিন্তু তিনি আমাকে চুরমার করেছেন;আমার ঘাড় ধরে তিনি আমাকে আছাড় মেরেছেন।তিনি আমাকে করেছেন তাঁর তীরের লক্ষ্যস্থান।
13 তাঁর ধনুকধারীরা আমাকে ঘিরে ফেলেছে;নিষ্ঠুরের মত তিনি আমার কিড্নি চিরে দিয়েছেনআর আমার পিত্ত মাটিতে ঢেলে ফেলেছেন।
14 বারে বারে তিনি আমার রক্ষা-দেয়াল ভেংগে ফেলেছেন,যোদ্ধার মত করে তিনি আমার দিকে দৌড়ে এসেছেন।
15 আমার চামড়ার উপরে আমি চট পরেছি;আমার অহংকার আমি ধুলায় লুটিয়েছি।
16 কাঁদতে কাঁদতে আমার মুখ লাল হয়েছে,আমার চোখের নীচে কালি পড়েছে;
17 তবুও আমি কাউকে জুলুম করি নিএবং আমার মুনাজাত খাঁটি রয়েছে।
18 “হে দুনিয়া, আমার রক্ত ঢেকে দিয়ো না;আমার কান্না যেন সব সময় শোনা যায়।