1 “আমার মন ভেংগে গেছে,আমার আয়ু শেষ হয়ে আসছে,আমার জন্য কবর অপেক্ষা করছে।
2 ঠাট্টা-বিদ্রূপকারীরা সত্যিই আমার চারপাশে আছে;তাদের বিরুদ্ধভাব আমি দেখতে পাচ্ছি।
3 “হে আল্লাহ্, যে জামিন তুমি চাও আমার পক্ষে সেই জামিন তুমিই হও;কে আর আমার হয়ে জামিন হবে?
4 তুমি তাদের বুঝবার মন বন্ধ করে দিয়েছ,কাজেই তুমি তাদের জয়ী হতে দেবে না।
5 লাভের আশায় যদি কেউ তার বন্ধুদের দোষী করেতবে তার সন্তানেরা কষ্ট ভোগ করবে।