24 যদি পাথরের ফলকে লোহার যন্ত্র ও সীসা দিয়েচিরকালের জন্য তা খোদাই করা থাকত!
25 আমি জানি আমার মুক্তিদাতা জীবিত আছেন;শেষে তিনি দুনিয়ার উপরে এসে দাঁড়াবেন।
26 আমার চামড়া ধ্বংস হয়ে যাবার পরেওআমি জীবিত অবস্থায় আল্লাহ্কে দেখতে পাব।
27 আমি নিজেই তাঁকে দেখব;অন্যে নয়, কিন্তু আমি আমার নিজের চোখেই তাঁকে দেখব।আমার অন্তর আকুলভাবে তা চাইছে।
28 যদি তোমরা বল, ‘কষ্টের গোড়া তার মধ্যে রয়েছে বলেআমরা তাকে কষ্ট দিচ্ছি,’
29 তবে তলোয়ারের ভয় তোমাদের থাকা উচিত,কারণ আল্লাহ্র রাগ তলোয়ারের মধ্য দিয়ে শাস্তি নিয়ে আসে;আর এইভাবেই তোমরা জানতে পারবে যে, বিচার আছে।”