আইয়ুব 21:15-21 MBCL

15 সেই সর্বশক্তিমান কে যে, আমরা তার এবাদত করব?তার কাছে মুনাজাত করলে আমাদের কি লাভ হবে?’

16 কিন্তু তাদের সফলতা তো তাদের নিজেদের হাতে নয়,তাই আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি।

17 “আসলে কি দুষ্টদের বাতি নিভে যায়?কতবারই বা তাদের উপর বিপদ আসে?কতবার আল্লাহ্‌ রাগে তাদের শাস্তি দেন?

18 কতবার তারা বাতাসের মুখে খড়ের মত হয়আর ঝড়ের মুখে উড়ে যাওয়া তুষের মত হয়?

19 লোকে বলে, ‘একজন লোকের শাস্তি আল্লাহ্‌ তার সন্তানদের জন্যজমা করে রাখেন।’কিন্তু আল্লাহ্‌ যেন সেই লোককেই শাস্তি দেনযাতে সে তার দোষ বুঝতে পারে।

20 সে নিজের চোখেই নিজের ধ্বংস দেখুক;সে সর্বশক্তিমানের গজব পান করুক।

21 তার আয়ু যখন শেষ হয়ে যাবেতখন কি সে তার ফেলে যাওয়া পরিবারের জন্য ভাববে?