7 দুষ্টেরা কেন বেঁচে থাকে আর কেনই বা বুড়ো হয়?কেন তাদের শক্তি বেড়ে যায়?
8 তাদের চারপাশে থাকে তাদের সন্তানেরা,আর তাদের চোখের সামনে থাকে তাদের নাতি-নাতনীরা।
9 তাদের বাড়ী নিরাপদ ও ভয়শূন্য থাকে;আল্লাহ্র শাস্তি তাদের উপর থাকে না।
10 তাদের ষাঁড়গুলো মিলিত হলে তা কখনও বিফল হয় না;তাদের গাভীগুলো বাচ্চা দেয়, তাদের গর্ভ নষ্ট হয় না।
11 ভেড়ার পালের মত তাদের ছেলেমেয়েদের তারা বাইরে পাঠায়;তারা ভেড়ার বাচ্চার মত নেচে নেচে বেড়ায়।
12 তারা খঞ্জনি ও সুরবাহার বাজিয়ে গান করে;বাঁশীর সুর শুনে আনন্দ করে।
13 তারা সফলতার সংগে তাদের দিন কাটায়আর শান্তিতেই কবরে নেমে যায়।