20 ‘আমাদের শত্রুরা সত্যিই ধ্বংস হয়ে গেছে,তাদের ধন-সম্পদ আগুনে গ্রাস করেছে।’
21 “তুমি আল্লাহ্র কথায় রাজী হও,তাঁর বিরুদ্ধে শত্রুভাব রেখো না;তাহলে তোমার ভাল হবে।
22 তাঁর মুখ থেকে উপদেশ গ্রহণ কর,আর তাঁর কালাম তোমার দিলে রাখ।
23 যদি তুমি সর্বশক্তিমানের কাছে ফিরে যাও,তবে তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।যদি তোমার তাম্বু থেকে দুষ্টতা দূর কর,
24 তোমার সোনার টুকরাগুলো ধুলায় ফেলে দাও,আর তোমার ওফীরের সোনা খাদের পাথরগুলোর মধ্যে ফেলে দাও,
25 তাহলে সর্বশক্তিমানই তোমার সোনা হবেন,তিনিই হবেন তোমার সবচেয়ে ভাল রূপা।
26 তখন সত্যিই তুমি সর্বশক্তিমানকে নিয়ে আনন্দ করবেআর তোমার মুখ আল্লাহ্র দিকে তুলবে।