8 “কিন্তু আমি যদি পূর্ব দিকে যাই সেখানে তিনি নেই;যদি পশ্চিমে যাই সেখানেও তাঁকে খুঁজে পাওয়া যায় না।
9 উত্তর দিকে তিনি যখন কাজ করেন তখন তাঁকে দেখা যায় না;তিনি দক্ষিণে ফিরলে আমি তাঁকে দেখতে পাই না।
10 কিন্তু আমি কোন্ পথে যাই তা তিনি জানেন;তিনি আমাকে যাচাই করলে আমি খাঁটি সোনার মতই হব।
11 আমি বিশ্বস্তভাবে তাঁর পিছনে চলেছি;বিপথে না গিয়ে আমি তাঁর পথেই গিয়েছি।
12 তাঁর হুকুম থেকে আমি সরে আসি নি;আমার প্রয়োজনীয় খাবারের চেয়েও তাঁর মুখের কথারআমি বেশী মূল্য দিয়েছি।
13 কিন্তু তিনি সব কিছুতে স্থির থাকেন,কেউ তাঁকে বাধা দিতে পারে না;তাঁর যা খুশী তিনি তা-ই করেন।
14 তিনি আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা-ই করেন;ঐ রকম অনেক পরিকল্পনা তাঁর এখনও জমা রয়েছে।