1 “সর্বশক্তিমান কেন বিচারের জন্য সময় ঠিক করেন না?যারা তাঁকে জানে তারা কেন সেই দিন দেখতে পায় না?
2 লোকে সীমার পাথর সরিয়ে দেয়;তারা ভেড়ার পাল চুরি করে এবং তা চরায়।
3 তারা এতিমদের গাধা নিয়ে যায়আর বিধবার গরু বন্ধক রাখে।
4 তারা পথ থেকে অভাবীদের তাড়িয়ে দেয়;তাদের দরুন দেশের সব গরীবেরা লুকিয়ে থাকে।
5 গরীবেরা মরুভূমির বুনো গাধার মত খাবারের খোঁজ করে;মরুভূমি তাদের ছেলেমেয়েদের খাবার যোগায়।