15 আমি সেই শাসনকর্তাদের সংগে থাকতামযাঁদের প্রচুর সোনা ছিল,যাঁরা রূপা দিয়ে ঘর-বাড়ী ভরে রাখতেন।
16 যে শিশু দিনের আলো দেখতে পায় নি,কেন পেটে মরে-যাওয়া সেই শিশুর মতআমাকে মাটির মধ্যে লুকিয়ে রাখা হল না?
17 সেখানে তো দুষ্ট লোকেরা হাংগামা করে না,আর ক্লান্ত লোকেরা বিশ্রাম পায়।
18 বন্দীরা সবাই সেখানে আরাম ভোগ করে;জুলুমবাজদের চিৎকার আর সেখানে শোনা যায় না।
19 ছোট ও বড় সবাই সেখানে আছে,আর গোলামেরা সেখানে মালিকের হাত থেকে মুক্ত।
20 “যারা দুঃখে আছে, কেন তাদের আলো দেখতে দেওয়া হয়আর তেতো প্রাণকে দেওয়া হয় জীবন?
21 তারা মৃত্যু চায় কিন্তু তা পায় না,যদিও তারা গুপ্তধনের চেয়েও বেশী করে তার খোঁজ করে।