5 অন্ধকার আর ঘন ছায়া সেই দিনটাকে অধিকার করে নিক;মেঘ তাকে ঢেকে ফেলুক,আর গাঢ় অন্ধকার তাকে ভীষণ ভয় দেখাক।
6 ঘন অন্ধকার সেই রাতটাকে ধরে ফেলুক;বছরের দিনগুলোর মধ্যে ওটাকে গোণা না হোক,কিংবা কোন মাসের মধ্যেও ওটা না থাকুক।
7 সেই রাতটা বন্ধ্যা হোক,কোন আনন্দের গান তার মধ্যে শোনা না যাক।
8 যারা দিনগুলো খারাপ হওয়ার জন্য মন্ত্র পড়েআর লিবিয়াথনকে জাগাতে পারেতারা ঐ দিনটাকে বদদোয়া দিক।
9 তার ভোর রাতের সব তারা অন্ধকার হয়ে যাক;সে আলোর জন্য মিথ্যাই বসে থাকুক;সে যেন ভোরের প্রথম আলো দেখতে না পায়,
10 কারণ সে আমার মায়ের গর্ভের দরজা বন্ধ করে নি,আমাকে কষ্ট থেকে দূরে রাখে নি।
11 “আমি কেন গর্ভে থাকতে মরি নি?কেনই বা পেট থেকে পড়েই মরলাম না?