9 তার ভোর রাতের সব তারা অন্ধকার হয়ে যাক;সে আলোর জন্য মিথ্যাই বসে থাকুক;সে যেন ভোরের প্রথম আলো দেখতে না পায়,
10 কারণ সে আমার মায়ের গর্ভের দরজা বন্ধ করে নি,আমাকে কষ্ট থেকে দূরে রাখে নি।
11 “আমি কেন গর্ভে থাকতে মরি নি?কেনই বা পেট থেকে পড়েই মরলাম না?
12 মায়ের কোল কেন আমাকে গ্রহণ করেছিল?কেনই বা তাঁর বুকের দুধ তিনি আমাকে দিয়েছিলেন?
13 তা না হলে তো আমি এখন শান্তিতে শুয়ে থাকতে পারতাম,আমি ঘুমাতাম আর বিশ্রাম পেতাম।
14 আমি সেই বাদশাহ্দের আর সেই মন্ত্রীদের সংগে থাকতামযাঁরা একদিন নিজেদের জন্য দালান গড়েছিলেনযেগুলো আজ ধ্বংস হয়ে পড়ে আছে।
15 আমি সেই শাসনকর্তাদের সংগে থাকতামযাঁদের প্রচুর সোনা ছিল,যাঁরা রূপা দিয়ে ঘর-বাড়ী ভরে রাখতেন।