আইয়ুব 31:34-40 MBCL

34 কাজেই আমি লোকদের ভয় করতাম না,আর আমার বংশের লোকদের ঘৃণার ভয়েআমি ঘরে চুপ করে বসে থাকতাম না।

35 “হায়, আমার কথা যদি কেউ শুনত!আমি সই দিয়ে সাক্ষি দিচ্ছি যে, আমার কথা সত্যি;সর্বশক্তিমান যেন আমাকে জবাব দেন,আমার বিবাদী যেন আমার দোষ লিখে দেখান।

36 আমি নিশ্চয়ই তা আমার কাঁধে লাগিয়ে রাখবআর তাজের মত করে মাথায় পরব।

37 আমার প্রতিটি ধাপের হিসাব আমি তাঁকে দেব;রাজপুত্রের মত আমি তাঁর কাছে এগিয়ে যাব।

38 “আমার জমি যদি আমার বিরুদ্ধে চিৎকার করে ওঠেআর চাষ করা জমি চোখের পানিতে ভিজে ওঠে,

39 যদি আমি দাম না দিয়ে তার ফসল খেয়ে থাকিকিংবা সেখানকার মালিকদের নিষ্ঠুরভাবে যন্ত্রণা দিয়ে থাকি,

40 তবে যেন সেখানে গমের বদলে কাঁটাগাছ গজায়আর যবের বদলে জন্মায় আগাছা।”এখানে আইয়ুবের কথা শেষ হয়েছে।