10 “সেইজন্য আমি বলছি, আমার কথা শুনুন;আমিও আমার মতামত প্রকাশ করব।
11 আপনাদের কথা বলবার সময় আমি অপেক্ষা করে ছিলাম।যখন আপনারা কি বলবেন তাঁর খোঁজ করছিলেনতখন আমি আপনাদের যুক্তি শুনছিলাম।
12 আমি আপনাদের কথায় সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলাম,কিন্তু আপনাদের মধ্যে একজনও আইয়ুবের কথার ভুল প্রমাণ করেন নি;তাঁর কথার জবাবও আপনারা দেন নি।
13 এই কথা বলবেন না, ‘আমরা বুঝতে পেরেছি যে,মানুষ নয় কিন্তু আল্লাহ্ তাঁকে হারিয়ে দিতে পারেন।’
14 আইয়ুব আমার বিরুদ্ধে কোন কথা বলেন নি;আপনাদের যুক্তি দিয়ে আমি তাঁকে জবাব দেব না।
15 “এঁরা হতভম্ব হয়েছেন, এঁদের আর কিছু বলবার নেই;এঁদের কথা হারিয়ে গেছে।
16 এঁরা তো এখন চুপ করেছেন,জবাব না দিয়ে এঁরা থেমে গেছেন;আর কি আমার অপেক্ষা করা উচিত?