আইয়ুব 32:12-18 MBCL

12 আমি আপনাদের কথায় সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলাম,কিন্তু আপনাদের মধ্যে একজনও আইয়ুবের কথার ভুল প্রমাণ করেন নি;তাঁর কথার জবাবও আপনারা দেন নি।

13 এই কথা বলবেন না, ‘আমরা বুঝতে পেরেছি যে,মানুষ নয় কিন্তু আল্লাহ্‌ তাঁকে হারিয়ে দিতে পারেন।’

14 আইয়ুব আমার বিরুদ্ধে কোন কথা বলেন নি;আপনাদের যুক্তি দিয়ে আমি তাঁকে জবাব দেব না।

15 “এঁরা হতভম্ব হয়েছেন, এঁদের আর কিছু বলবার নেই;এঁদের কথা হারিয়ে গেছে।

16 এঁরা তো এখন চুপ করেছেন,জবাব না দিয়ে এঁরা থেমে গেছেন;আর কি আমার অপেক্ষা করা উচিত?

17 এখন আমিও আমার কথা বলব,আমার মতামত আমি প্রকাশ করব;

18 কারণ আমার বলবার মত অনেক কথা আছে,আমার রূহ্‌ আমাকে কথা বলতে বাধ্য করছে।