1 “যাহোক, আইয়ুব, এবার আমার কথা শুনুন;আমি যা বলব তাতে মন দিন।
2 আমি মুখ খুলতে যাচ্ছি;আমার কথা আমার জিভের আগায় এসেছে।
3 আমার কথা খাঁটি দিল থেকে আসছে;আমি যা জানি তা আমার মুখ সরলভাবে বলবে।
4 আল্লাহ্র রূহ্ আমাকে তৈরী করেছেন;সর্বশক্তিমানের নিঃশ্বাসে আমি জীবন পাচ্ছি।
5 আপনি যদি পারেন তবে আমাকে জবাব দিন;নিজের কথা গুছিয়ে নিয়ে আমার মুখোমুখি হন।