11 তিনি শিকল দিয়ে আমার পা বেঁধেছেন;আমার সমস্ত পথের উপর তিনি কড়া নজর রেখেছেন।’
12 “কিন্তু আমি আপনাকে বলি, এই বিষয়ে আপনার কথা ঠিক নয়,কারণ মানুষের চেয়ে আল্লাহ্ মহান।
13 কেন আপনি তাঁকে এই নালিশ জানাচ্ছেন যে,মানুষের কোন কথার জবাব তিনি দেন না?
14 আসলে আল্লাহ্ নানাভাবে কথা বলেনযদিও মানুষ তা বুঝতে পারে না।
15 স্বপ্নের মধ্যে, রাতের দর্শনের মধ্যে,বিছানায় শুয়ে যখন মানুষের ঘুম গাঢ় হয়,
16 তখন তিনি তাদের কানে কানে কথা বলেনআর সাবধানবাণী দিয়ে তাদের ভয় দেখান,
17 যেন মানুষ তার অন্যায় কাজ থেকে ফেরেআর অহংকার থেকে দূরে থাকে।