আইয়ুব 33:21-27 MBCL

21 তার শরীরের গোশ্‌ত একেবারে ক্ষয় হয়ে যায়;তখন গোশ্‌তে ঢাকা হাড়গুলো বেরিয়ে পড়ে।

22 তার প্রাণ কবরের কাছে উপস্থিত হয়,তার জীবন মৃত্যু-ফেরেশতাদের কাছাকাছি হয়।

23 “যদি একজন ফেরেশতা তার পক্ষে থাকেন,হাজার ফেরেশতার মধ্যে একজন মধ্যস' থাকেনযিনি মানুষকে বলেন কোন্‌টা তার জন্য ঠিক,

24 তবে তিনি তার প্রতি দয়ালু হয়ে বলুন,‘কবরে নেমে যাওয়া থেকে তাকে রেহাই দাও;আমি তাঁর জন্য মুক্তির মূল্য পেয়েছি।’

25 তাহলে তার শরীর আবার যুবকের মত হবে;সে আবার যৌবন ফিরে পাবে।

26 সে আল্লাহ্‌র কাছে মুনাজাত করবে আর তিনি তাকে রহমত দান করবেন;সে আল্লাহ্‌র মুখ দেখে আনন্দে চেঁচিয়ে উঠবে;আল্লাহ্‌ তাকে তার নির্দোষ অবস্থায় ফিরিয়ে আনবেন।

27 সে তখন মানুষের কাছে এসে বলবে,‘আমি গুনাহ্‌ করেছিলাম এবং যা ঠিক তার উল্টা করেছিলাম,কিন্তু আমার পাওনা শাস্তি আমি পাই নি।