আইয়ুব 33:26-32 MBCL

26 সে আল্লাহ্‌র কাছে মুনাজাত করবে আর তিনি তাকে রহমত দান করবেন;সে আল্লাহ্‌র মুখ দেখে আনন্দে চেঁচিয়ে উঠবে;আল্লাহ্‌ তাকে তার নির্দোষ অবস্থায় ফিরিয়ে আনবেন।

27 সে তখন মানুষের কাছে এসে বলবে,‘আমি গুনাহ্‌ করেছিলাম এবং যা ঠিক তার উল্টা করেছিলাম,কিন্তু আমার পাওনা শাস্তি আমি পাই নি।

28 কবরে নেমে যাওয়ার হাত থেকে তিনি আমার প্রাণ মুক্ত করেছেন;আমি আলো দেখতে পাচ্ছি।’

29 “আল্লাহ্‌ মানুষের জন্য বার বার ঐ সব করেন,

30 যেন তার প্রাণ কবরে যাওয়া থেকে ফেরেআর তার উপরে জীবনের আলো পড়ে।

31 “আইয়ুব, আপনি মন দিয়ে আমার কথা শুনুন;আপনি নীরব থাকুন, আমি কথা বলি।

32 যদি আপনার কিছু বলবার থাকে তবে আমাকে বলুন;আপনি বলুন, কারণ আমি আপনাকে নির্দোষ দেখাতে চাই।