5 আপনি যদি পারেন তবে আমাকে জবাব দিন;নিজের কথা গুছিয়ে নিয়ে আমার মুখোমুখি হন।
6 আল্লাহ্র সামনে আমি ও আপনি সমান;আমাকেও মাটি দিয়ে তৈরী করা হয়েছে।
7 আমাকে যেন আপনি ভয় না পান,কিংবা আমার কথার চাপ যেন আপনার উপর ভারী না হয়।
8 “তবে আপনি আমার সামনেই কথা বলেছেন;আপনি যা বলেছেন ঠিক তা-ই আমি শুনেছি;
9 আপনি বলেছেন, ‘আমি পাক-পবিত্র, আমার কোন গুনাহ্ নেই;আমি খাঁটি, আমার কোন দোষ নেই।
10 তবুও আল্লাহ্ আমার দোষ খুঁজে বেড়াচ্ছেন;তিনি আমাকে তাঁর শত্রু মনে করছেন।
11 তিনি শিকল দিয়ে আমার পা বেঁধেছেন;আমার সমস্ত পথের উপর তিনি কড়া নজর রেখেছেন।’