3 আপনি তাঁকে বলছেন, ‘এতে আমার কি লাভ?গুনাহ্ না করলে আমি কি পাব?’
4 “আমি আপনাকে ও আপনার সংগীদেরএর জবাব দিতে চাই।
5 আকাশের দিকে একবার তাকিয়ে দেখুন;দেখুন, মেঘ আপনার কত উপরে আছে।
6 আপনি যদি গুনাহ্ করেন তাতে আল্লাহ্র কি হয়?আপনার অন্যায় যদি অনেক হয় তাতেই বা তাঁর কি আসে যায়?
7 আপনি যদি নির্দোষ হন তবে তাঁর কি উপকার হবে?আপনার হাত থেকে তিনি কিছুই চান না।
8 আপনার দুষ্টতা কেবল মানুষেরই ক্ষতি করে,আর আপনার সততা কেবল তাদেরই সাহায্য করে।
9 “অত্যাচারের ভারে লোকে চিৎকার করে;তারা শক্তিমানদের হাত থেকে রেহাই পাবার জন্য মিনতি করে।